Apan Desh | আপন দেশ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:২৪, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের শোক

ফাইল ছবি

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৩১ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। নিহতদের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত শিক্ষার্থী ও ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি বলেন, এ দুঃখজনক মৃত্যুশোক ও কষ্ট কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা নিহতের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের পাশে রয়েছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়