
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক নতুন বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে।
স্মৃতিচারণ করে জোহানেস জুট বলেন, বাংলাদেশের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর ছিলাম।
অন্তর্বর্তী সরকারের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, আপনি এবং আপনার দুর্দান্ত দল একটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দারুণ কাজ করছেন। আমরা আপনাদের পাশে আছি এবং বাংলাদেশিদের আকাঙ্ক্ষায় আমাদেরও অংশগ্রহণ রয়েছে।
আরওপড়ুন<<>>১৫ জুলাই: আজকের দিনে বিভিন্ন ক্যাম্পাসে বর্বর হামলা চালায় ছাত্রলীগ
তিনি গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এটি এক আবেগময় মুহূর্ত ছিল।
ড. ইউনূস জুটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন মনে হয়েছিল যেন একটি ভূমিকম্পের পরে এলাকায় এসেছি। আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। কিন্তু আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, গত জুলাইয়ে আমাদের তরুণরা যেটি করেছে, তা ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে তরুণী ও নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আজ আমরা ‘জুলাই উইমেন্স ডে’ পালন করছি। তাদের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না।
নারী ক্ষমতায়নে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করে জুট বলেন, আমরা আপনাদের পাশে থাকব। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়েছিল, যা এখন অন্য দেশেও অনুসরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ সৃষ্টিতে সহায়তা করতে প্রস্তুত।
তিনি উল্লেখ করেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।