Apan Desh | আপন দেশ

আ.লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৮, ২১ মে ২০২৫

আ.লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন: প্রেস উইং

ফাইল ছবি

আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাস রানার অপহরণের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২০ মে) রাতে তাদের যাচাইকৃত ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’-এ এক বিবৃতিতে জানানো হয়, রানার গ্রেফতার ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

১৮ মে থেকে ফেসবুক ও এক্স-এ বেশ কয়েকটি পোস্টে দাবি করা হয়, সিলেটের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রানাকে জামায়াত-শিবিরের ক্যাডাররা অপহরণ করেছে। কিছু পোস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নীরবতা এবং জামায়াত-শিবিরের প্রতি তাঁর সমর্থনের ইঙ্গিতও দেয়া হয়।

তবে প্রেস উইং বলছে, এসব তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, রানা সিলেট শহরের এক বাজারে ঘোরাফেরা করছিলেন, তখন স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

রানা একাধিক ফৌজদারি মামলার পলাতক আসামি ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজনৈতিক সমাবেশে হামলার মামলায় তিনি প্রধান সন্দেহভাজন, এবং ছাত্রদের ওপর হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন এবং ইউনিয়ন তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সার্বিক বিবেচনায় প্রেস উইং জানায়, অপহরণের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়