Apan Desh | আপন দেশ

ফজলুর রহমানের বক্তব্য সমর্থন করে না সরকার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২ মে ২০২৫

ফজলুর রহমানের বক্তব্য সমর্থন করে না সরকার

ফাইল ছবি।

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যকে সরকার সমর্থন করে না।

শুক্রবার (০২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে, মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান সম্প্রতি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত।

এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। সেজন্য সরকার এ মন্তব্য কোনোভাবে অনুমোদন করে না কিংবা সমর্থন করে না।

আরওপড়ুন<<>>‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করছে, আ ল ম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত না করতে। বাংলাদেশ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার আ ল ম ফজলুর রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে না।

উল্লেখ্য, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে আ ল ম ফজলুর রহমান লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়