
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। এ নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি মন্ত্রণালয়ের কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের উন্নতির সুযোগ রয়েছে, সেসব সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে। চলমান প্রকল্প ও কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের প্রতিটি দফতর-সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে। দেরি হলে তার কারণ নির্ধারণ করতে হবে। দ্রুত সমাধান করতে হবে।
আরও পড়ুন>>>নতুন দলের নাম এনসিপি, নেতৃত্বে থাকছেন যারা
সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী, যুগ্ম সচিব আব্দুল করিম, উপসচিব শাহিনুর রহমানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।