Apan Desh | আপন দেশ

বেইলি রোড ট্রাজেডি: চার আসামির দুইদিন করে রিমাণ্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২ মার্চ ২০২৪

আপডেট: ২০:১৯, ২ মার্চ ২০২৪

বেইলি রোড ট্রাজেডি: চার আসামির দুইদিন করে রিমাণ্ড মঞ্জুর

ফাইল ছবি

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার চারজন রিমাণ্ডে। শনিবার (২ মার্চ) সন্ধ্যায় আদালত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

রাজধানীর রমনা থানার পরিদর্শক আবু আনসারি আসামিদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, তাদের সন্ধ্যা ৬ টায় আদালতের গারদ খানায় আনা হয়।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ভবনের চুমুক রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক, শফিকুর রহমান রিমন, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসান, ভবনের ম্যানেজার মুন্সি হামিমুল আলম বিপুল।

শুক্রবার (১ মার্চ) ভবনটির নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জয়নুদ্দিন জিসানকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে শনিবার ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে আটক করেছে রমনা থানা-পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ইতোমধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। রাতেই আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে আহত ১১ জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়