Apan Desh | আপন দেশ

কর্মসংস্থানের জন্য ঘণ্টায় দেশ ছাড়ছে ১৫২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ১৭ ডিসেম্বর ২০২৩

কর্মসংস্থানের জন্য ঘণ্টায় দেশ ছাড়ছে ১৫২ জন

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, ‘বাংলাদেশ থেকে কর্মসংস্থানের জন্য প্রতি ঘণ্টায় ১৫২ জন মানুষ বিদেশে যাচ্ছে। তবে তাদের মধ্যে মাত্র ২ শতাংশ কর্মী দক্ষ ও পেশাদারী, বাকি প্রায় সবাই অপেশাদার।’ রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, চলতি বছরের এখন পর্যন্ত ১২ লাখ লোক বিদেশ গেছেন। গত বছর সাড়ে ১১ লাখ লোক বিদেশ গিয়েছেন। তবে বরাবরই দক্ষ লোক পাঠানো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বহু বছর থেকে তাদের দক্ষ করার ব্যাপারে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেসব কথার বাস্তবায়ন এখনো হয়নি।

অভিবাসন খাতে মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে শরীফুল হাসান বলেন, চলতি বছর বিদেশে ৪ হাজার ও ৪৬ হাজার বাংলাদেশি এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় ও কারণে মারা গেছেন। এখনো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকায় বিদেশ যাচ্ছেন লোকজন। বেশি টাকায় গেলেও সারাবিশ্বের অন্য দেশের চেয়ে আয়ও কম। এই বিদেশ যাওয়ার অন্যতম মাধ্যম থার্ড পার্টি। আর বিদেশে কর্মী পাঠানোর দিক থেকে সারা বিশ্বে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্বের যেসব দেশ থেকে ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তবে বাংলাদেশ থেকে কেন মানুষজন সাগরপথে বিদেশ যাচ্ছে এসব এখন আলোচনার বিষয়। এছাড়াও সরকার নানা ভালো উদ্যোগও নিয়েছে। তবে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ এখন পর্যন্ত ৩৫ হাজার জনকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে। এছাড়া ১৬ হাজার জনকে দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়াসহ নানা কাজ করেছে।

এ সময় তিনি উপস্থিত মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা প্রবাসী নিয়ে রিপোর্ট করছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন ভুক্তভোগীর বিষয়টিও মাথায় রাখতে হবে। এজেন্সিগুলোর স্বার্থ হাসিল হয় এমন যেনো বায়াস্ট নিউজ না হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে যেসব নারীরা বিদেশ যাচ্ছেন তাদরকে দক্ষ করে পাঠালে তারা নির্যাতিত হবেন না।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা