Apan Desh | আপন দেশ

বাসসের দুর্নীতি: তদন্ত ঠেকাতে মব জাস্টিসের হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১২ জুন ২০২৫

বাসসের দুর্নীতি: তদন্ত ঠেকাতে মব জাস্টিসের হুমকি

ফাইল ছবি

শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচার দাবি করায় মব জাস্টিসের হুমকির মুখে পড়েছেন সংস্থাটির সাবেক বার্তা সম্পাদক আবুল কালাম মানিক। গত ২৪ মে বাসস কর্মচারী ইউনিয়নের এক জরুরী সাধারণ সভা থেকে এ হুমকি প্রদান করা হয়। 

অভিযোগ ওঠেছে যে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্ররোচনায় দুর্নীতির দায়ে অভিযুক্ত কতিপয় কর্মচারী এ বেআইনি তৎপরতায় লিপ্ত হয়েছে।  
বাসসের একাধিক সাংবাদিক-কর্মচারীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্থার অনিয়ম-দুর্নীতি তদন্তে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। কিন্তু এমডি তা ঠেকিয়ে দিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। তারই অংশ হিসাবে কর্মচারী ইউয়িনকে দিয়ে জরুরি সাধারণ সভাটি ডাকা হয়। বাসস সার্বিক পরিস্থিতি পর্যালোচনা নামে সভার আয়োজন করা হয়। আলোচ্যসূচির নিরিখে এটি ছিল একটি বেআইনি সমাবেশ। কারণ, বাসস আইনানুসারে পরিচালনা বোর্ড ব্যতীত সংস্থার পরিস্থিতি পর্যালোচনার অধিকার অন্য কারো নেই। এমডির মৌখিক নির্দেশেই সভাটি অনুষ্ঠিত হয়। 

বাসস সূত্র জানায়, বেশকিছু সাধারণ কর্মচারী সভার আলোচ্যসূচির বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করলে তাদের ধমক দিয়ে থামিয়ে দেয়া হয়। সভার আয়োজকগণ আবুল কালাম মানিককে বাসসের শত্রু চিহ্নিত করে বক্তব্য প্রদান শুরু করেন। এক পর্যায়ে মব জাস্টিসের হুমকিও প্রদান করা হয়। আবুল কালাম মানিকের মূল অপরাধ তিনি শেখ হাসিনার আমলে দুদক এবং তথ্য মন্ত্রণালয়ে বাসসে সংঘটিত অনিয়ম-দুর্নীতির বিষয়ে বেশকিছু অভিযোগ দায়ের করেছিলেন। 

এদিকে হুমকির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবুল কালাম মানিক রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেন। জিডি নং ৯২/তারিখ ০২-০৬-২০২৫। এতে অভিযোগ করা হয় যে, তিনি শেখ হাসিনা আমলে বাসসে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত একজন সিনিয়র সাংবাদিক। দুর্নীতির অভিযোগ দায়ের করায় বর্তমান এমডি মাহবুব মোর্শেদ তার ওপর খুবই ক্ষিপ্ত। তাকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাসস এমডি তাকে হেনস্তা করতে সর্বশক্তি নিয়োগ করেছেন। 

তিনি আরও দাবি করেছেন যে, এমডির পরামর্শেই কর্মচারী ইউনিয়নের সভাটিতে বাইরে থেকে সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের দুই নেতা মতিউর রহমান তালুকদার এবং আলমগীর হোসেনকে ডেকে আনা হয়। সভার শুরুতেই প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী খান তার (মানিকের) চরিত্র হননের নিমিত্তে এক লম্বা ফিরিস্তি তুলে ধরে উপস্থিত সবাইকে প্ররোচিত করেন। তাকে বাসসের এক নম্বর শত্রু ঘোষণা করেন। মোহাম্মদ আলীর বক্তব্যকে সমর্থন জানিয়ে সভাকে উস্কে দেন মতিউর রহমান তালুকদার। তিনি সিদ্ধান্ত ঘোষণা করেন যে, আবুল কালাম মানিকের অপরাধ মব জাস্টিসের সমতুল্য। তাকে অবশ্যই মোকবেলা করতে হবে।  

ডায়েরিতে আরো উল্লেখ আছে যে, ফ্যাসিবাদী দুর্নীতির সমর্থনে মাহবুব মোর্শেদের অশুভ তৎপরতার বিষয়টি ইতোমধ্যে লিখিতভাবে তথ্য উপদেষ্টা, তথ্য সচিব ও বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ মে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বাসসে দুর্নীতির তদন্তে বাধা সৃষ্টির জন্য এমডির নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছে। তাছাড়া ডিইউজে বিগত ১ ফেব্রুয়ারি বাসসে ফ্যাসিবাদী আমলের অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে একটি ইউনিট সভা আহবান করলে মাহবুব মোর্শেদ তাতে বাধা দেন। আহুত সভাটিকে বেআইনি ও এখতিয়ার বহির্ভূত ঘোষণা দিয়ে লিখিতভাবে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়ে বিষয়টি অবহিত করেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়