Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম- ঢাকার সভাপতি নাহিদ, সম্পাদক কিরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ১৭ মে ২০২৫

আপডেট: ২১:০৭, ১৭ মে ২০২৫

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম- ঢাকার সভাপতি নাহিদ, সম্পাদক কিরণ

এরফানুল হক নাহিদ ও জাহাঙ্গীর কিরণ

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা’র (কেজেএফডি) দ্বি-বার্ষিক সম্মেলনে দুই বছর মেয়াদী (২০২৫-২৭) নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে এরফানুল হক নাহিদ, সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক এরশাদ, নির্বাচন কমিশনার মহসীন আল আব্বাস।

আরওপড়ুন<<>>‘গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে’

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হামিদ মোহাম্মদ জসিম, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বিপ্লব, শফিক বাশার, সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, শফিকুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, কোষাধ্যক্ষ মো. এনায়েতুল্লাহ, দফতর সম্পাদক যোবায়ের আহসান জাবের, প্রচার সম্পাদক মোবারক আজাদ, জনকল্যাণ সম্পাদক গোলাম রসূল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম শাহীন আরিফিন, তথ্যপ্রযুক্তি সম্পাদক ড. দীপু সিদ্দিকী, নারী বিষয়ক সম্পাদক মুশরেকা জাহান মনা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, ইব্রাহিম খলিল খোকন, শফিউল আলম দোলন, মনজুরুল আলম আঙ্গুর, আসলাম আকন্দ, জান্নাতুল ফেরদৌস পান্না, আবুল হাছান, সিফ্রাত মোশারফ, মোশতাক আহমেদ লিটন, জহিরুল ইসলাম জাবেদ, মোয়াজ্জেম হোসেন। পদাধিকারী বলে সদস্য সাবেক সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়