Apan Desh | আপন দেশ

পৃথক সচিবালয়ের কার্যক্রম দ্রুত চালুর আহবান জেএফবিএফ ‘র

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:১১, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪২, ১ ডিসেম্বর ২০২৫

পৃথক সচিবালয়ের কার্যক্রম দ্রুত চালুর আহবান জেএফবিএফ ‘র

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা,সচিবালয়ের কার্যক্রম দ্রুত চালু করার আহবান জানিয়েছে জাস্টিসমার্কার বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)। একই সঙ্গে প্রয়োজনীয় গেজেট প্রজ্ঞাপনসহ সব আনুষঙ্গিক কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করারও দাবি জানানো হয়।

সোমবার (০১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তারা এ আহবান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি হওয়া রাষ্ট্রের বিচারব্যবস্থার প্রতি সরকারের প্রতিশ্রুতি ও সদিচ্ছার দৃঢ় প্রমাণ বলে জেএমবিএফ মনে করে। বিশেষ করে, অধ্যাদেশের ৭ ধারা বাস্তবায়নের মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা ও নিয়োগসংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্ট সচিবালয়ের হাতে ন্যস্ত হবে, যা বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবিক অর্থে শক্তিশালী করবে। 

আরও পড়ুন<<>>পৃথক হলো বিচার বিভাগ

জেএমবিএফ মনে করে, ১৯৯৯ সালে মাসদার হোসেন মামলার রায়ে নির্দেশিত বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য নিশ্চিতকরণের জন্য এ অধ্যাদেশ একটি ঐতিহাসিক অগ্রগতি। সুপ্রিম কোর্ট থেকে ২০২৪ সালের প্রস্তাব পাঠানো থেকে শুরু করে ২০২৫ সালে সরকারের চূড়ান্ত অনুমোদন এবং এখন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নের দীর্ঘ প্রক্রিয়া একটি নতুন পর্যায়ে পৌঁছেছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি হওয়ায় বিচার বিভাগের উপর জনগণের আস্থা বৃদ্ধি করবে, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করবে এবং দেশের গণতন্ত্র ও আইনের শাসনকে আরও সংহত করবে।
জেএমবিএফ আশাবাদী, সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার পর বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতা আরও সুদৃঢ় হবে এবং বিচার প্রশাসনে দীর্ঘদিনের জটিলতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বচ্ছ কাঠামো প্রতিষ্ঠিত হবে।
বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি বৈচারিক বিচারবিবেচনা প্রয়োগের মাধ্যমে দেশে বর্তমানে চলমান বিচারহীনতা ও রাষ্ট্রীয় ফরমায়েশি বিচার সংস্কৃতির ঊর্ধ্বে উঠে সকল প্রকার দল-মত নির্বিশেষে ন্যায়বিচারের পথ উন্মোচিত হবে বলে জেএমবিএফ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়