
প্রতীকী ছবি
রাজধানীর কদমতলীতে মা ও সৎ বোনকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে দেড় দশক পর সৎ ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেয়া হয়।
রোববার (২০ জুলাই) সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা ও নুর আলম।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা আসামি আল আমিন ও মিরাজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামি নুর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আরওপড়ুন<<>>কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সালে সম্পত্তির লোভে ইয়াসমিন আলম ও তার চার বছরের মেয়ে ইয়ারিন আলমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ইয়াসমিনের সৎ ছেলে নূর আলম। পরে নূর আলম এবং তার সহযোগী আল-আমিন ও সিরাজ মোল্লার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামিরা। যদিও জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন মামলার প্রধান আসামি নূর আলম। ঘটনার ১৫ বছর পর ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।