ফাইল ছবি
দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের একটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। ওই অ্যাকাউন্টে মোট ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।
এ টাকাগুলো শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানার নামে থাকা ট্রাস্ট ফান্ডে জমা ছিল।
বুধবার (০৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>>>ছাত্র-জনতার মারধরের পর সেই সাবেক এমপি কারাগারে
দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা অ্যাকাউন্টের অর্থ অন্যত্র সরানোর চেষ্টা করছেন। ফলে তাৎক্ষণিকভাবে ওই অর্থ অবরুদ্ধ করা প্রয়োজন।
আদালতে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। পরে ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করার নির্দেশ দেন।
দুদক জানিয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাস্টের অর্থ কোথা থেকে এসেছে, কীভাবে ব্যয় হয়েছে, তাও তদন্তের আওতায় আসবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































