Apan Desh | আপন দেশ

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, আবেদন শুরু ১ জুলাই

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ২৮ জুন ২০২৫

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ, আবেদন শুরু ১ জুলাই

ফাইল ছবি।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী ১ জুলাই আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে (জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ পুলিশের ওয়েবসাইটে পাওয়া যাবে)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে)।

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

শারীরিক যোগ্যতা: মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

আরওপড়ুন<<>>পূবালী ব্যাংকে ১৫০ জনের বিশাল নিয়োগ, আবেদন অনলাইনে

নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

বয়সসীমা: ২০২৫ সালের ২৪ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৮–২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

দৃষ্টিশক্তি: ৬/৬।

বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই, ২০২৫।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেফতার ৬ অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি ধসে ৫ জনের প্রাণহানি শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজধানীতে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব রাজধানীতে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে: গয়েশ্বর চন্দ্র রায় দুই ঘর থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ধানমন্ডি ৩২ ঘিরে উত্তেজনা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান, এক কোটি টাকা ককটেল-মাদক-অস্ত্র উদ্ধার শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট শিরোপায় চোখ রেখে ভুটানে মেয়েরা