Apan Desh | আপন দেশ

করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ৭ আগস্ট ২০২৩

আপডেট: ২০:৪২, ৭ আগস্ট ২০২৩

করোনার নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে যুক্তরাজ্যে

-ফাইল ছবি

চলতি বছরের জুলাই মাসের শুরু থেকেই যুক্তরাজ্যে দ্রুত হারে বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। প্রতি নয়জনের মধ্যে একজন এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

এমন পরিস্থিতিতে করোনার নতুন একটি আবারও ‍উদ্বেগ সৃষ্টি করেছে। যা যুক্তরাজ্যে বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এরিস মূলত করোনাভাইরাসের ইজি.৫.১ ভ্যারিয়েন্ট, যা এর পূর্বসূরী ওমিক্রন থেকে এসেছে। গত ৩১ জুলাই যুক্তরাজ্যে করোনার এ ধরনটি প্রথম শনাক্ত হয়।  

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বলছে, মূলত সংক্রমণের উচ্চ হারের কারণেই ‘এরিস’ ব্রিটিশ প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে মাত্র ৩ সপ্তাহের মধ্যে করোনায় আক্রান্তদের ১৪ শতাংশ এ ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুন <<>> ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে যোগ হলো ১৪ জন

এনডিটিভি বলছে, চলতি বছরের জুলাই মাসের শুরু থেকেই যুক্তরাজ্যে দ্রুত হারে বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। প্রতি নয়জনের মধ্যে একজন এ ভাইরাসে আক্রান্ত হতে থাকে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে, সম্প্রতি চার হাজার ৯৩৬ জন ফুসফুসের সমস্যা নিয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ৫ দশমিক ৪ শতাংশের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের মতে, করোনার নতুন ধরন এরিসের পাঁচটি সাধারণ উপসর্গ রয়েছে। সেগুলো হচ্ছে- নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি ও গলা ব্যথা।

আরও পড়ুন <<>> সোহরাওয়ার্দীতে চিকিৎসা নিতে এসে শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী!

ইউকেএইচএসএর ইমিউনাইজেশন প্রধান ড. মেরি রামসে বলেন, আমরা এ সপ্তাহের প্রতিবেদনে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। এছাড়া বিশেষ করে, বয়স্ক ব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তির হারও কিছুটা বেড়েছে। তবে হাসপাতালে ভর্তির সামগ্রিক পরিমাণ এখনো কম ও আইসিইউতে ভর্তির সংখ্যাও বাড়েনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, যদি কারো ভ্যাকসিন নেওয়া থাকে এবং আগে করোনায় আক্রান্ত হলে তিনি ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো যুদ্ধ করতে পারবেন। তারপরও সংক্রমণ মোকাবিলায় জারি করা বিধিনিষেধগুলো শিথিল করা উচিত নয়।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা