Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে তেল-স্বর্ণের দামে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩৬, ১৪ জানুয়ারি ২০২৬

বিশ্ববাজারে তেল-স্বর্ণের দামে নতুন রেকর্ড

ফাইল ছবি

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে বুধবার (১৪ জানুয়ারি) তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম নতুন রেকর্ডে পৌঁছেছে এবং ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই উত্থান দেখা গেছে। জাপানে সম্ভাব্য আকস্মিক নির্বাচনের গুঞ্জন টোকিওর শেয়ারবাজারকে ঊর্ধ্বমুখী করেছে।

টোকিও স্টক এক্সচেঞ্জের সূচক বুধবার ১ দশমিক ৫ শতাংশ বেড়ে বন্ধ হয়। একই সময়ে, ইয়েনের মান ২০২৪ সালের মাঝামাঝির পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৮ ফেব্রুয়ারি দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
ওয়াল স্ট্রিটে মঙ্গলবার শেয়ারবাজারে দরপতন ঘটেছে।

বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মৃদু মূল্যস্ফীতি তথ্য, ব্যাংকগুলোর মিশ্র আর্থিক ফলাফল এবং ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে ঘিরে চলমান তদন্ত সংক্রান্ত উদ্বেগ বিবেচনা করেছেন। 

আরও পড়ুন<<>>সোনার দাম সর্বকালের সর্বোচ্চ

বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীদের নজর মূলত ইরানের দিকে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, তেহরানে বুধবার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ একশর বেশি ‘শহীদের’ জন্য জানাজা অনুষ্ঠিত হয়েছে। যারা বিক্ষোভ দমন অভিযানের সময় নিহত হয়েছেন।

ডিএনবি কার্নেগির জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক হেলগে আন্দ্রে মার্টিনসেন জানান, ব্যবসায়ীরা ইরানের রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের দিকে বিশেষ নজর রাখছেন। কারণ এগুলো দেশটির তেল উৎপাদনে বিঘ্ন ঘটাতে পারে এবং বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি করতে পারে। লেনদেনের মাঝামাঝি সময়ে লন্ডন ও প্যারিসের শেয়ারবাজারে সামান্য উত্থান দেখা গেলেও ফ্রাঙ্কফুর্টের বাজারে দরপতন ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের বৈধতা নিয়ে দেশের বিনিয়োগকারীরা বুধবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে ছিলেন।

করপোরেট খাতে, ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিপি জানিয়েছে, তাদের জ্বালানি রূপান্তর উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সর্বোচ্চ ৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত সম্পদের মূল্য হ্রাস করা হবে। এটি কোম্পানির আসন্ন বার্ষিক আর্থিক প্রতিবেদনে প্রতিফলিত হবে।

লন্ডনে দুপুরের দিকে বিপির শেয়ার দর ০ দশমিক ৮ শতাংশ কমে গেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়