Apan Desh | আপন দেশ

মেয়রের দায়িত্ব নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২ জানুয়ারি ২০২৬

মেয়রের দায়িত্ব নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জোহরান মামদানি

জোহরান মামদানি। ছবি : সংগৃহীত

দায়িত্ব নেয়ার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়েছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, এই শহরে নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে।

মামদানি বলেন, ‘আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হবো না। তবে, চেষ্টা করার সাহস কখনো হারাব না।’

তিনি বলেন, ‘আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে কখনো চরমপন্থি বলা হলেও নীতি ত্যাগ করব না।’

মামদানি আরও বলেন, ‘কাজ কেবল শুরু হয়েছে। শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়, আমরা সবার জন্য কাজ করব।’

শপথ গ্রহণের পর মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪-এর ২৬ সেপ্টেম্বরের পর থেকে সব নির্বাহী আদেশ বাতিল করেন। তবে পরে তিনি কিছু গুরুত্বপূর্ণ আদেশ পুনঃপ্রকাশ করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন : সুইজারল্যান্ডে রিসোর্টে বিস্ফোরণ, নিহত ৪০

৩৪ বছর বয়সি মামদানি নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এ ছাড়া তিনি কুরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়