Apan Desh | আপন দেশ

সুইজারল্যান্ডে রিসোর্টে বিস্ফোরণ, নিহত ৪০

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১ জানুয়ারি ২০২৬

সুইজারল্যান্ডে রিসোর্টে বিস্ফোরণ, নিহত ৪০

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের অভিজাত শহর ক্রঁস-মঁতানায় একটি স্কি রিসোর্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সুইজারল্যান্ড পুলিশের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। 

এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইস পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী নববর্ষ উদ্‌যাপনে আয়োজিত একটি পার্টির সময় এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়, দগ্ধ হওয়ার মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে বিবিসিকে দেয়া এক বিবৃতিতে সুইস পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কনস্টেলেশন নামে ওই পানশালায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে ভালাইস ক্যান্টোনাল পুলিশ প্রধান ফ্রেডেরিক গিসলার বলেন, আমি আপনাদের কাছ থেকে লুকাতে পারছি না—এ ঘটনায় আমরা সকলেই হতবাক। হতাহতদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে বলেও জানান তিনি।

বিস্ফোরণের পর ওই এলাকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে। ক্রঁস-মঁতানা স্কি রিসোর্টের ওপর নো-ফ্লাই জোন জারি করা হয়েছে। ঘটনাস্থলে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

সুইস সংবাদমাধ্যম ব্লিক জানিয়েছে, কনসার্ট চলাকালে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

ক্রঁস-মঁতানা সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় ও অভিজাত স্কি রিসোর্ট। এখানে মোট ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে এবং এটি রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার পথ। 

চলতি জানুয়ারির শেষ দিকে এ রিসোর্টে এফআইএস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়