গ্রেটা থুনবার্গ
সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে আবারও গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনে ফিলিস্তিনের পক্ষে এক বিক্ষোভে অংশ নেয়ায় ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ডিফেন্ড আওয়ার জুরিসের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন মতে, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলা প্যালেস্টাইন অ্যাকশনের কারাবন্দি সদস্যদের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড বহন করায় সন্ত্রাসবিরোধী আইনে থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে ব্রিটিশ সরকার ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা দিয়ে নিষিদ্ধ করেছে।
সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছু সময় পরে ২২ বছর বয়সি এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে সমর্থনসূচক সামগ্রী (একটি প্ল্যাকার্ড) প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার হন।
ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, ভবনটিকে লক্ষ্য করে এ বিক্ষোভ চালানো হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে।
থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটি ঘিরে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার ও সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































