Apan Desh | আপন দেশ

মরদেহ পোড়ানোর নির্দেশের প্রতিবাদে চীনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২৬ নভেম্বর ২০২৫

মরদেহ পোড়ানোর নির্দেশের প্রতিবাদে চীনে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মৃত্যুর পর মানুষকে কবর দেয়ার পরিবর্তে দাহ বা পোড়ানোর নির্দেশের প্রতিবাদে চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটিতে অস্থিরতা পর্যবেক্ষণকারী ফ্রিডম হাউসের এক ভিডিওতে দেখা গেছে, বিপুল সংখ্যক গ্রামবাসী একটি পুলিশের গাড়ি ঘিরে রেখেছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় প্রশাসন গত সপ্তাহে এমন নির্দেশনা দেয়। এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হন।

গুইঝো চীনের দরিদ্র প্রদেশগুলোর মধ্যে অন্যতম। এটি সাংহাই বা শেনজেনের মতো চাকচিক্যময় ও শহুরে নয়।

বিগ ক্যাটের এক্স অ্যাকাউন্টে বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে গুইঝোর শিদং শহরের বাসিন্দাদের স্লোগান দিতে দেখা যায়, কমিউনিস্ট পার্টি যদি আমাদের পূর্ব পুরুষদের কবর খুঁড়তে চায়। তাহলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পূর্বপুরুষদের কবর যেন আগে খুঁড়ে।

আরও পড়ুন<<>>জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাল পাকিস্তান

চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে মিয়াও জাতির মানুষ বাস করেন। তাদের ঐতিহ্য হলো মৃতদের কবর দেয়া।

মানুষের বিক্ষোভ বাড়ার পর স্থানীয় প্রশাসন মঙ্গলবার একটি নোটিশ জারি করে। নোটিশে তারা বলেছে, ২০০৩ সালের আইন অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে। মূলত কবর দিতে গেলে জায়গা লাগে। আর দাহ করলে এটি সেখানেই শেষ হয়ে যায়। তাই জায়গা বাঁচাতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের কবরস্থানগুলোতে জায়গার সংকট দেখা যাচ্ছে। এ কারণে সরকার মরদেহ দাহ বা সমুদ্রে সমাাহিত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে। দাহ করলে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। অপরদিকে সমুদ্রে সমাহিত করলে মরদেহ কফিনে ভরে এতে ভারী বস্তু রেখে সমুদ্রে পুরোপুরি ডুবিয়ে দেয়া হয়।

প্রদেশটির শিফেং কাউন্টির এক গ্রামবাসী জানিয়েছেন, গত বছর প্রশাসনের চাপে পড়ে তার দাদার মরদেহ দাহ করতে বাধ্য হয়েছেন তারা। ওই সময় প্রশাসন থেকে হুমকি দেয়া হয় মরদেহ দাহ না করলে তিন প্রজন্মকে নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়