যুক্তরাষ্ট্রের বিচারপতি বাংলাদেশি সোমা এস সাইদ
বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করা সোমা এস সাইদ এখন যুক্তরাষ্ট্রের বিচারপতি। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউ ইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার (০৫ নভেম্বর) রাতে তথ্যটি নিশ্চিত করেন যুক্তরাজ্যে বসবাসরত সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরী।
সোমা সাঈদ দু লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এ অর্জন সম্পর্কে তিনি বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।
সোমা সাঈদ ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন এবং এরপর থেকে শহরের আইনি ও নাগরিক পরিমণ্ডলে একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন।
তিনি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। সোমা সাইদের পিতা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট। তার মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।
আরও পড়ুন<<<>>>বসনিয়ায় নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১
তিনি ও তার স্বামী মিজান চৌধুরী বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। মিজান চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন এবং তিনি নিউ ইয়র্ক স্টেটের একজন আইটি বিশেষজ্ঞ, রাজনৈতিক কৌশলবিদ ও সমাজসেবী।
বিচারপতি সোমা সাঈদ তার অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— নিউ ইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউ ইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য, নিউ ইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য ইত্যাদি।
এছাড়া তিনি ছিলেন কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































