ফাইল ছবি
ইরান আরও শক্তিশালী করে পুনরায় পারমাণবিক স্থাপনা গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রোববার (০২ নভেম্বর) পেজেশকিয়ান বলেন, কয়েকটা ভবন আর কারখানা ধ্বংস হয়ে যাওয়া আমাদের জন্য সমস্যা নয়। আমরা সব আবারও শক্তিশালী করে গড়ে তুলবো।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। সেখানে দেশের পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
আরও পড়ুন<<>>বিএনপিকে ‘নিজের টেবিলে’ ডাকল জামায়াত
গত জুন মাসে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার দিয়ে বলেছিলেন, জুনের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের চেষ্টা করলে নতুন করে হামলা করা হবে। হোয়াইট হাউজের দাবি, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি পরিচালনা করছিল তেহরান।
তবে, পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবরই অস্বীকার করে এসেছে ইরান। তেহরানের শাসকগোষ্ঠীর দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মানুষের সমস্যা সমাধানের জন্য পারমাণবিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। রোগবালাই নিরাময় এবং জনস্বাস্থ্যের জন্য আমরা এগুলো চালিয়ে যাচ্ছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































