Apan Desh | আপন দেশ

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে হামলায় আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬, ২ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৬, ২ নভেম্বর ২০২৫

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে হামলায় আহত ৯

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী একটি ট্রেনে ভয়াবহ ছুরি হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।  ঘটনার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কেমব্রিজের কাছে ওই ট্রেনে হঠাৎ আতঙ্ক ছড়ায়। যাত্রীদের উপরে ছুরি নিয়ে আক্রমণ শুরু হয়। ব্রিটিশ পুলিশ সূত্রে খবর, এক নয়, একাধিক ব্যক্তি মিলে এ হামলা চালিয়েছে। রাত ৭টা ৩৯ মিনিট নাগাদ পুলিশের কাছে ফোন আসে, ট্রেনে ছুরি নিয়ে হামলার খবর পেয়েই তারা নিকটবর্তী স্টেশন হান্টিংডনে পৌঁছয়।

উত্তর লন্ডন থেকে ১২০ কিলোমিটার দূরে এ স্টেশনে ট্রেন দাঁড়াতেই সশস্ত্র পুলিশ বাহিনী গিয়ে যাত্রীদের উদ্ধার করে। আটক ও পরে গ্রেফতার করা হয় দুইজনকে। একাধিক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত পুলিশ আহতের সংখ্যা না জানালেও, সূত্রের খবর কমপক্ষে ৯ জন ছুরিকাহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক ব্যক্তি হাতে একটা লম্বা ছুরি নিয়ে এগিয়ে আসছিল। চতুর্দিক রক্তে ভাসছিল। আতঙ্কে বাকি যাত্রীরা বাথরুমে আশ্রয় নেয়। ধাক্কাধাক্কিতে অনেকে পদপিষ্টও হয়। আরেকজন জানিয়েছেন, ট্রেন দাঁড়াতেই স্টেশনে বড় ছুরি নিয়ে নেমে পড়েন একজন। তবে পুলিশ সঙ্গেসঙ্গেই তাকে কাবু করে নেয়। হামলাকারীদের উদ্দেশ্য এখনও জানা যায়নি। 

আরও পড়ুন<<>>যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, আটকে রেখেছে ত্রাণ

ট্রেনের একজন যাত্রী স্কাই নিউজকে বলেন, ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালো, সে সময় (আমি যে কামরায় ছিলাম, সেখানে) একজন যাত্রী ঢুকলেন। তিনি টলতে টলতে আসছিলেন। কামরায় ঢুকে কোনো রকমে তিনি বললেন, তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা’; তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। পরে জানা গেলো আরও ৯ জন আহত হয়েছেন। 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। তিনি বলেন, এটি ছিল একটি ‘বীভৎস ও নিন্দনীয়’ আক্রমণ। তিনি আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত সাড়া দেয়া জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তদন্ত চলমান অবস্থায় কেউ যেন অনুমাননির্ভর বক্তব্য না দেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহবান জানান।

এদিকে ঘটনাস্থল দিয়ে চলাচলকারী ট্রেন রুটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আটক দুই ব্যক্তির পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়