Apan Desh | আপন দেশ

‌‘শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৪৫, ৬ অক্টোবর ২০২৫

‌‘শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করছে ভারত’

সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকায় এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয় দেশটি।

সোমবার (০৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে অনুরোধ এসেছে, তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বিষয়টি আইনি ও বিচারিক, তাই এর থেকে বেশি কিছু বলা এ মুহূর্তে সম্ভব নয়।

আরও পড়ুন>>>‘আয়নার মতো স্বচ্ছ করে এ নির্বাচন করতে চাই’

নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই ভালো বলে মনে করি আমরা। বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা ঠিক করবে বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটি। নির্বাচন যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, সেটি মাথায় রেখেই বাংলাদেশ নির্বাচন আয়োজন করবে বলে আমরা বিশ্বাস করি।

বর্তমান বাংলাদেশ সরকার নির্বাচিত না হলেও, ভারত শুরু থেকেই এ সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান বিক্রম মিশ্রি। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শুরুতেই অভিনন্দন জানিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা