
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় সেখান থেকে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি সেনা সদস্যরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বহরের যে ছয়টি নৌযান ইসরায়েল আটকে দিয়েছে সেগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা ও সিরিয়াস। খবর বিবিসির।
পরে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ ফ্লোটিলা বহরের কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেয়া হচ্ছে। গ্রেটা থুনবার্গ ও তার সহযোগিরা নিরাপদ ও সুস্থ আছেন। মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা যায়।
আরও পড়ুন<<>> ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ আরব দেশগুলো
এদিকে আইরিশ রাজনৈতিক দল সিন ফেন দাবি করেছে, সিনেটর ক্রিস অ্যান্ড্রুসকে ‘অবৈধভাবে আটক’ করেছে ইসরায়েলি নৌবাহিনী। দলটি অ্যান্ড্রুসসহ ফ্লোটিলায় থাকা সব আইরিশ নাগরিককে মুক্ত করতে আয়ারল্যান্ড সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এ বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ অভিযাত্রীর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।