Apan Desh | আপন দেশ

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্পেনের

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল।  ইসরায়েলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযানের কারণে দেশটির বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মাদ্রিদে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো।

তিনি জানান, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযান এবং যুদ্ধবিরতির প্রতি উদাসীনতার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুয়েরপো বলেন, স্পেন মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ; তাই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

স্প্যানিশ অর্থমন্ত্রী আরও জানান, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে স্পেনের অস্ত্র ক্রয়-বিক্রয় ও জ্বালানি পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।

স্পেনের ক্ষমতাসীন জোট সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এর আগে স্লোভেনিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে এবারই প্রথম কোনো দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেয়া হলো।

আরও পড়ুন<<>>জাতিসংঘে গাজার করুন চিত্র তুলে ধরলেন এরদোয়ান

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই এমন উদ্যোগের ইঙ্গিত দিয়েছিলেন। মঙ্গলবার নিষেধাজ্ঞা ঘোষণার পর বিরোধী দল পিপলস পার্টিও এতে আপত্তি তোলেনি। 

তবে দলের নেতা এস্তার মুনোজ সতর্ক করে বলেন, এ পদক্ষেপের ফলে স্পেনের সামরিক ও নিরাপত্তা খাতে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। তিনি স্থানীয় দৈনিক এল স্পাইসকে জানান, সরকারের উদ্দেশ্য বোঝা গেলেও স্পেনের সামরিক ও নিরাপত্তা বাহিনী এখনও ইসরায়েল থেকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি করে।

তার ভাষায়, সরকারকে অনুরোধ করবো যেন কোনো বিষয়কে হালকাভাবে না নেয়। আমরা বর্তমানে বেশ জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র সমালোচকদের মধ্যে স্পেন অন্যতম। চলতি বছরের মে মাসে দেশটি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

স্পেন সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিলার অ্যালিগ্রিয়া নিউইয়র্কে জাতিসংঘের সাম্প্রতিক বৈশ্বিক সম্মেলনের প্রসঙ্গ টেনে বলেন, গত মে মাসে স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে; পরে ফ্রান্স, পর্তুগাল, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াও একই পথে হেঁটেছে। স্পেন মধ্যপ্রাচ্যে আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির দৃঢ় সমর্থক। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়