Apan Desh | আপন দেশ

গাজায় শিগগির যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৫

গাজায় শিগগির যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধ শিগগির বন্ধ করতে হবে। আমাদের এটি থামাতে হবে। এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তিনি গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টায় গভীরভাবে যুক্ত আছেন।

ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ট্রাম্প বলেন, আমাদের এখনই শান্তিচুক্তি করতে হবে। আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।

আরও পড়ুন>>>বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লিতে আফগান কিশোর!

এর আগে ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে বৈশ্বিক অস্থিরতা ও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে চলমান প্রশ্নের মধ্যেই তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

গুতেরেস বলেন, আশি বছর আগে এক যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বনেতারা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন— বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনহীনতার বদলে আইনের শাসন, সংঘাতের পরিবর্তে শান্তি। সে সিদ্ধান্তই জাতিসংঘের জন্ম দিয়েছিল।

তিনি আরও বলেন, আজ আশি বছর পর আমাদের সামনে আবারও সে একই প্রশ্ন— তবে এবার তা আরও জটিল, আরও গভীরভাবে জড়িত ও আরও নির্মম বাস্তবতায় উপনীত।

আজকের অধিবেশনে বিশ্বের কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানও বক্তব্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: আল-জাজিরা

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ‘ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি’ আইসিসিকে ফের চিঠি পাঠাল বিসিবি আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে : নাহিদ গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি যে ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ শিশু নির্যাতন : শারমিন অ্যাকাডেমির ব্যবস্থাপক গ্রেফতার স্বর্ণ-রুপার দাম কমেছে, আজকের বাজারদর জেনে নিন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন কাসেমিরো সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ