Apan Desh | আপন দেশ

এবার পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১০, ১২ সেপ্টেম্বর ২০২৫

এবার পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক!

মমতা ব্যানার্জি। ছবি সংগৃহীত

এবার ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক এমপি অর্জুন সিং। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে হিমালয় কন্যা নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলংকা-বাংলাদেশের পর জেন-জিরা এবার আরেকটি গণঅভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। বিক্ষোভকারীরা মন্ত্রী-এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনাসহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন।

নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। সরকারের প্রায় সব মন্ত্রীই হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন।

আরওপড়ুন<<>>ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড

ঠিক এমনই আরেকটি গণঅভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এ ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক এমপি অর্জুন সিং।

তিনি বলেন, নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ-তরুণীদেরও সে সাহস দেখানো উচিত, এমনই গণঅভ্যুত্থান প্রয়োজন।

তার এ মন্তব্য ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। অভিযোগ উঠেছে, অর্জুন সিং উসকানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়