Apan Desh | আপন দেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৫

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো

সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। এ অপরাধে তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল এ রায়ের ঘোষণা দেন। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

২০২২ সালের নির্বাচনে বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পরও ষড়যন্ত্র করে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন বলসোনারো—এমন অভিযোগে দোষী সাব্যস্ত হন সাবেক প্রেসিডেন্ট।

প্যানেলের চার বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। এক বিচারক তাকে খালাস দেয়ার পক্ষে মত দেন। বলসোনারোর আইনজীবীরা এ রায়কে 'অস্বাভাবিক মাত্রার' শাস্তি বলে আখ্যা দেন। তারা জানান, তারা এর বিরুদ্ধে আপিল করবেন।

আরও পড়ুন <<>> ইসরায়েলি নৃশংসতায় ৭ অনাহারিসহ আরও ৭২ ফিলিস্তিনি নিহত

২৭ বছরের কারাদণ্ড হওয়ায় ৭০ বছর বয়সী এ নেতার বাকি জীবনের পুরোটাই কারাগারে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। এখনো তিনি গৃহবন্দী রয়েছেন। সেনবাহিনীর সাবেক এ ক্যাপ্টেন দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমন-পীড়নের শিকার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডানপন্থী সাবেক এ প্রেসিডেন্টের সাজার ফলে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও টানাপোড়েন তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং খুবই অসন্তুষ্ট।

এর আগে গত ৯ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। কারণ হিসেবে বলেন, ব্রাজিলে তার কট্টর ডানপন্থী মিত্র ও সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করা হচ্ছে। এরপর ব্রাজিলের কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়