
সংগৃহীত ছবি
রাশিয়ার চালানো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো এ হামলার খবরটি নিশ্চিত করেছেন। ২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর এ প্রথম দেশটির মন্ত্রিসভা ভবন সরাসরি হামলার শিকার হলো।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গতকাল শনিবার রাতে রাশিয়া কিয়েভে রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর সংখ্যা আট শতাধিক।
বিমানবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ এ হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন মোট ৩৭টি জায়গায় আঘাত হেনেছে। অন্যদিকে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পড়েছে আরও ৮টি স্থানে।
আরও পড়ুন>>>পুলিশের ওপর হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৫
প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো জানান, হামলার ফলে মন্ত্রিসভা ভবনের ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শত্রুরা প্রতিদিন আমাদের জনগণের মনে ভয় তৈরি করছে।
তিনি আরও বলেন, আজ ভোরে আমরা ইনডিপেনডেন্স স্কয়ারের আকাশে বড় ধোঁয়ার কুণ্ডলী দেখেছি। এরপর বিকট শব্দ শুনেছি। দেখেছি, দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র খুব দ্রুত ছুটে যাচ্ছে। এর ঠিক পরপরই আরও একটি বিস্ফোরণ ঘটেছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জন্য কিয়েভের কেন্দ্রের ঠিক এ স্থানে আঘাত করা খুবই বিরল ঘটনা। কারণ এ এলাকায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে।তবে এবার, মনে হচ্ছে কিয়েভ অত্যধিক চাপের মধ্যে পড়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।