Apan Desh | আপন দেশ

গাজা দখলে বেপরোয়া ইসরায়েল, আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৮:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

গাজা দখলে বেপরোয়া ইসরায়েল, আরও ৬৭ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মদদে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার বাহিনীর আগ্রাসনে এক মৃত্যুপুরীতে পরিনত হয়েছে ভূখণ্ডটি। সীমানা বন্ধ করে দেয়ায় সেখানে কোনো পণ্য পৌঁছাতে পারছেন না ফলে নিরব দূভিক্ষ চলছে। এমন পরিস্থিতিতে গাজা সিটি দখলে বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। দখলদারদের হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

রোববার (০৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজরা।

গাজাজুড়ে বোমা বর্ষণ চালিয়ে ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে ১৫ তলা সুসি টাওয়ার। সেনারা দাবি করেছে, ভবনটি হামাস নজরদারির কাজে ব্যবহার করত। তবে কোনো প্রমাণ দেখানো হয়নি এবং হামাসও অভিযোগ অস্বীকার করেছে। টাওয়ারটির পাশেই রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএর কার্যালয়।

তেলআবিবের পক্ষ থেকে বারবার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হলেও যথেষ্ট সময় না দিয়েই বোমা ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিমান হামলার পাশাপাশি দেইর আল বালাহ, খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় স্থল অভিযানে তাণ্ডব চালাচ্ছে পদাতিক বাহিনী।

আরওপড়ুন<<>>একদিনে আরও ৬৯ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৬৪ হাজার ৪৩৫ জন নিহত এবং এক লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ভয়াবহতা থামানোর কোনো ইঙ্গিত নেই ইসরায়েলের পক্ষ থেকে। দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ শনিবার এক্স–এ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে গাজা সিটির একটি উঁচু ভবন ধসে পড়ার দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমরা চালিয়ে যাচ্ছি।

গাজার ওপর এ ধরনের তীব্র ও লাগাতার হামলা এবং সহায়তা প্রত্যাশীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক করিডোর খোলার আহবান জানিয়েছে।

কিন্তু ইসরায়েলের কণ্ঠে আপাতত কোনো নরম সুর নেই—তারা স্পষ্ট করে দিয়েছে, গাজা সিটিতে অভিযান চলবে, থামবে না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়