
ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা
ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, মোদী একজন ভালো নেতা। কিন্তু তিনি বুঝতে পারছেন না, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা হয়েও মোদী কেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং–এর সঙ্গে হাত মেলাচ্ছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) ফক্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা নাভারো বলেন, আমি ভারতের মানুষকে শুধু এটাই বলতে চাইবো যে, ঘটনা যা হচ্ছে, সেগুলো বুঝুন। ভারতের জনগণের মূল্যে ব্রাহ্মণরা মুনাফা কামাচ্ছে। আমরা চাই এটা বন্ধ হোক।
আরও পড়ুন<<>> আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮শ ছাড়াল
উপদেষ্টা নাভারো এর আগেও রাশিয়া থেকে খনিজ তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছিলেন।
ব্লুমবার্গ টিভির সঙ্গে গত সপ্তাহে আলাপচারিতায় উপদেষ্টা নাভারো বলেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থনৈতিকভাবে সহায়তা দিচ্ছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।