Apan Desh | আপন দেশ

বউ সেজে বসেছিলাম, বর আসেনি: দেবলীনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ১০ আগস্ট ২০২৫

বউ সেজে বসেছিলাম, বর আসেনি: দেবলীনা

দেবলীনা দত্ত

বাইরে চাকচিক্য, প্রতিদিন ক্যামেরার সামনে গিয়ে চরিত্র হয়ে উঠত তাদের। গসিপ ব্যতীত তারকাদের ব্যক্তিগত জীবনের নানা চাওয়া পাওয়া নিয়ে কথা বলার লোক কোথায়? কথা হচ্ছে সেলুলয়েডের তারাদের। কথা হচ্ছে দেবলীনা দত্তের। তাকে কে না চেনেন? ছোট পর্দা থেকে বড় পর্দা, সবখানেই কাজ করেছেন চুটিয়ে।অথচ ব্যক্তিগত জীবনে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নিজের জীবনের না বলা কথা শেয়ার করেছেন এ অভিনেত্রী। জীবনে নেয়া নানা সিদ্ধান্ত নিয়েও আফসোস নেই তার।

দেবলীনা বলেন, নয় বছর বয়সে বাবাকে হারানো পর পথ আরও কঠিন হয়ে গিয়েছিল। বিয়ের মণ্ডপে বর আসেননি, ভেঙে যায় বিয়ে। তার জীবনের গল্প সিনেমার মতোই।

এ অভিনেত্রী আরও বলেন, বিয়ের পিঁড়িতে বউ সেজে বসেছিলাম। লোকজন আসছেন। খাচ্ছেন… চলে যাচ্ছেন। বর এলেন না…। বারবার হবু স্বামীর ফোনে ফোন করতেও সাড়া মেলেনি। ফোন বন্ধ, পরিবারেরও ফোন বন্ধ।

আরওপড়ুন<<>>‘শাহরুখের শরীরের গন্ধ কখনও ভুলতে পারব না’

দেবলীনা বলেন, সেদিন চাইলেই ভেঙে পড়তে পারতাম। অথবা প্রতিহিংসার খেলায় মেতে উঠতে পারতাম হয়ত। কোনোটিই করিনি। সে সময় যে গুটি কয়েক বন্ধুকে পাশে পেয়েছিলাম, তথাগত তাদের মধ্যে একজন। সে তথাগতের সঙ্গে আজ তার বৈবাহিক সম্পর্ক নেই বললেই চলে। এক ছাদের তলায় থাকেনও না তারা।

পরিচালক-অভিনেতার নাম জড়িয়েছে অন্য এক অভিনেত্রীর সঙ্গে। না, তথাগতকেও দোষারোপ করতে চাননি দেবলীনা। চান না তাকে নিয়ে খারাপ কথা বলতেও। বরং যে নয় বছর একসঙ্গে কাটিয়েছেন তারা তা দেবলীনার জীবনে সেরা ৯ বছর বলেই ভাবতে চান তিনি।

তিনি বলেন, আমাদের জুটিটাকে দর্শক যতটা পছন্দ করতেন আমিও ঠিক ততটাই পছন্দ করতাম। ওই ৯ বছর আমার জীবনে কাটান শ্রেষ্ঠ ন’টা বছর বলে মনে করেন দেবলীনা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা