Apan Desh | আপন দেশ

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩১, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ০৯:০৮, ৩০ জুলাই ২০২৫

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।

কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ভূমিকম্পের পর সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণের ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থাও দেশটিতে সুনামি পরামর্শ জারি করেছে এবং জানিয়েছে, এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ইউএসজিএস তখন জানিয়েছিল, ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়