Apan Desh | আপন দেশ

বাইডেনের দেহে ভয়ঙ্কর ক্যান্সার শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ১৯ মে ২০২৫

বাইডেনের দেহে ভয়ঙ্কর ক্যান্সার শনাক্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে ক্যানসার শনাক্ত হয়েছে। যা তার শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে। ক্যান্সারটি গুরুতর ধরনের হলেও তা হরমোন-সেনসিটিভ হওয়ায় চিকিৎসা কাজে দিতে পারে। বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সব পক্ষ তার পাশে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় রোববার (১৮ মে) বাইডেনের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় তার প্রোস্টেটে ক্যান্সার ধরা পড়েছে, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। ক্যান্সারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। এটি ইতোমধ্যে হাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে।

তবে কিছুটা আশার কথা হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট বাইডেন ও তার পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

বাইডেনের দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, এ বিবৃতির বাইরে তারা আর কোনো মন্তব্য করবেন না। 

জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের কথা উল্লেখ ট্রাম্প বলেন, আমরা জিল ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জো দ্রুত সুস্থ হয়ে উঠবেন এ কামনা করি।

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স-এ দেয়া পোস্টে বলেন, জো একজন লড়াকু মানুষ। তিনি আরও লেখেন, আমি জানি তিনি তার জীবনের সবসময়ের শক্তি, সাহস আর ইতিবাচক মনোভাব নিয়ে এ পরিস্থিতি সামলাবেন। আমরা আশা করি তিনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, প্রস্টেট ক্যান্সার আগ্রাসি হলে সেটিকে সর্বোচ্চ গ্রেড ৫ দেয়া হয়। গ্লিসন স্কোর সর্বোচ্চ ১০ পর্যন্ত যেতে পারে, যা রোগের তীব্রতা বোঝায়। বাইডেনের গ্লিসন স্কোর ৯ বলে জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়