Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় চীনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৭ মে ২০২৫

পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় চীনের উদ্বেগ

চীন, ভারত ও পাকিস্তানের পতাকা

জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। পাল্টাপাল্টি পদক্ষেপে ক্রমশ উত্তপ্ত হয়ে পরিস্থিতি শেষ পর্যন্ত যুদ্ধে গড়িয়েছে। মঙ্গলবার (০৬ মে) মধ্যরাতে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 

এতে বহু স্থাপনা ধ্বংসের পাশাপাশি ব্যাপক প্রাণহানি ঘটেছে। এতে গভির উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন।  প্রতিবেশী দু’ দেশকেই সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে তারা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহবানন জানিয়েছে। এক বিবৃতিতে দুই দেশেরই প্রতিবেশী চীন বলছে, আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনের জন্য আহবান জানাচ্ছি। পরিস্থিতি যেন আরও জটিল না হয় এমন পদক্ষেপ নেয়া থেকে দুপক্ষকেই বিরত থাকতে আহবান করছি।

ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ছেড়ে দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়