Apan Desh | আপন দেশ

যুদ্ধবিরতি বহাল রাখাতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৪, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ০৮:৪৩, ৩১ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি বহাল রাখাতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

ছবি: সংগৃহীত

সীমান্তে উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পাঁচ দিনব্যাপী বৈঠক শেষে এ সমঝোতায় পৌঁছায় দুই দেশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় অংশ নেয়া পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে একমত হয়েছেন। আগামী ০৬ নভেম্বর ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে যুদ্ধবিরতি সংক্রান্ত শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার আগে সীমান্তে যেন কোনো ধরনের সংঘাত না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবে উভয় দেশ।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যা সাম্প্রতিক সময়ে চরমে পৌঁছায়। প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন দিয়ে সীমান্ত ভাগ করা এ দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনার অন্যতম কারণ ‘তেহরিক-ই তালেবান পাকিস্তান’ বা টিটিপি।

আরও পড়ুন<<>>ট্রাম্পের মন্তব্যে পাকিস্তান লাভবান, ভারত চাপে

পাকিস্তান বহু আগেই টিটিপিকে নিষিদ্ধ ঘোষণা করলেও, সংগঠনটি খাইবার পাখতুনখোয়া অঞ্চলে এখনো সক্রিয় রয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে; তবে কাবুল সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ৯ অক্টোবর টিটিপি নেতাদের লক্ষ্য করে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ, তার ডেপুটি ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ কয়েকজন নিহত হন। এ ঘটনার পর ১১ অক্টোবর আফগান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিতে পাল্টা হামলা চালায়। পরদিন পাকিস্তানও জবাবি হামলা শুরু করে।

দুই পক্ষের মধ্যে টানা কয়েক দিনের সংঘাতে প্রাণ হারান অন্তত ২০০ আফগান সেনা এবং ২৩ পাকিস্তানি সেনা। শেষ পর্যন্ত ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

পরবর্তীতে ১৮ অক্টোবর দোহায় শুরু হয় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক, যা পরে স্থানান্তরিত হয় ইস্তাম্বুলে। কাতার ও তুরস্ক এ বৈঠকে মধ্যস্থতার দায়িত্ব পালন করে। ২৮ অক্টোবর আলোচনা স্থগিতের আশঙ্কা দেখা দিলেও, মধ্যস্থতাকারীদের উদ্যোগে তা পুনরায় শুরু হয়। অবশেষে ৩০ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়