Apan Desh | আপন দেশ

তারেক রহমানের উপহার পেলেন ৫০০ ইমাম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:২২, ১ নভেম্বর ২০২৫

তারেক রহমানের উপহার পেলেন ৫০০ ইমাম

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৫০০ ইমাম,খতিব ও মাদরাসার শিক্ষক।

শনিবার (০১ নভেম্বর) সকালে বসুহাটের মেট্রো টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ করেন মেট্রো ফাউন্ডেশন ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম। 

মো. ফখরুল ইসলাম বলেন, ইমামরা সমাজের নেতা, আর শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের গুরুত্বপূর্ণ এ ব্যক্তিদেরকে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে।

সম্মানিত ব্যক্তিরা নির্দিষ্ট কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আমলে এসব গুণী ব্যক্তিরা মনখুলে কথা বলতে পারেনি। এখন তারা যাতে সমাজের জন্য সঠিকভাবে কাজ করতে পারে সেই কামনা করি। 

সবার সঙ্গে কুশল বিনিময় করে তাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন মো. ফখরুল ইসলাম। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো জায়নামাজ, লুঙ্গি ও পাঞ্জাবির কাপড়।

বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আবদুল কাদের হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আফতাব আহমেদ বাচ্চু, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাশেম, উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আইয়ুব আলী, বামনী আছিরিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্বাস আলী, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়