Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনি শিশু হত্যা: মার্কিন নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ৩ মে ২০২৫

ফিলিস্তিনি শিশু হত্যা: মার্কিন নাগরিকের ৫৩ বছরের কারাদণ্ড

জোসেফ চুবা

ছয় বছরের ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমি হত্যার দায়ে জোসেফ চুবা (৭৩) নামে একব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিদ্বেষপ্রসূত ঘৃণাজনিত অপরাধ ও হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

শুক্রবার (০২ মে) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক শুক্রবার এ রায় ঘোষণা করেন। জোসেফ চুবা ২০২৩ সালের ১৪ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কয়েক দিনের মধ্যেই তার ভাড়াটিয়া হানান শাহিন ও তার ছেলে ওয়াদী আলফায়ুমির ওপর হামলা চালান।

আরওপড়ুন<<>>গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত

পুলিশ জানায়, গাজায় যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ চুবা শাহিনের বাসার দরজায় গিয়ে জোরপূর্বক ভেতরে ঢুকে পড়েন। তিনি শাহিনকে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং সামরিক ধাঁচের ছুরি দিয়ে আঘাত করতে থাকেন।  শাহিনকে ২৬ বার ছুরিকাঘাত করা হলেও বাথরুমে পালিয়ে গিয়ে জরুরি নম্বরে ফোন করে সহায়তা চান। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আদালতের কার্যক্রমে হানান শাহিন তার সাক্ষ্যে বলেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই চুবা ক্রমাগত মুসলিমদের নিয়ে সন্দেহ ও বিদ্বেষপূর্ণ আচরণ করছিলেন। হামলার সময় চুবা তাকে বলেছিলেন, তুমি মুসলমান, তোমার মরতে হবে।

এ ঘটনা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে আলোচিত ইসলামবিদ্বেষ ও আরববিদ্বেষমূলক হামলাগুলোর মধ্যে অন্যতম।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়