
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মাইক ওয়াল্টজ
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০১ মে) ট্রাম্প ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইক ওয়াল্টজকে অপসারণ করে তাকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছি। তিনি আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং নতুন দায়িত্বেও তিনি তা অব্যাহত রাখবেন।
ট্রাম্প আরও জানান, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও গ্রহণ করবেন এবং দুই ভূমিকাই একসঙ্গে পালন করবেন। আমরা একসঙ্গে কাজ করে আমেরিকা ও বিশ্বকে আবারও নিরাপদ করার লড়াই চালিয়ে যাব।
জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে ওয়াল্টজকে মার্কিন সিনেটে মনোয়ন নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের মহান জাতির প্রতি আমার সেবা অব্যাহত রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় সহায়তার জন্য ট্রাম্প তার প্রথম মনোনীত রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে কংগ্রেসে থাকার আহবান জানানোর পর থেকে জাতিসংঘের স্থানটি শূন্য হয়ে পড়েছে।
রুবিওর আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। সেটি সত্তরের দশকের ঘটনা।
এর আগে ওয়াল্টজের বাদ পড়ার সম্ভাবনা প্রবল হয়, যখন তিনি একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও ট্রাম্প তখন তাকে বরখাস্ত করেননি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।