Apan Desh | আপন দেশ

সাদাপাথর উদ্ধারে সিলেটজুড়ে চিরুনি অভিযান শুরু কাল

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৩, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১০:২৫, ২৫ আগস্ট ২০২৫

সাদাপাথর উদ্ধারে সিলেটজুড়ে চিরুনি অভিযান শুরু কাল

ছবি: আপন দেশ

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণের সাদাপাথর উদ্ধারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে সিলেটজুড়ে চিরুনি অভিযান শুরু হবে। পাথর লুটকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ারি দেয়া হয়েছে। শুধু তাই নয়, যার কাছে লুটের পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে।

এদিকে, জেলা প্রশাসকের এমন হুশিয়ারি পর লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফিরিয়ে দেয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া সদর উপজেলার ধোপাগুল এলাকার দুটি ক্রাসার মিল থেকে ৬০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। স্বেচ্ছায় ফেরত ও অভিযানে জব্দ মিলে মোট ২ লাখ ৬০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ সারমিন জানান, শনিবার (২৩ আগস্ট) গভীর রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ধোপাগুলসহ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ধোপাগুলের একটি ক্রাসার মিল থেকে ৫০ হাজার ও আরেকটি থেকে ১০ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। এ ছাড়া সাতটি ট্রাকভর্তি ভাঙা পাথর জব্দ করা হয়। ট্রাকের পাথর এখনো পরিমাপ হয়নি।

আরওপড়ুন<<>>বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

তবে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ১০০টি ট্রাকযোগে ৫০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। বাকি ১০ হাজার ঘনফুট পাথরও প্রতিস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। রাতের মধ্যেই এ পাথর প্রতিস্থাপন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তার কঠোর হুঁশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরে স্বেচ্ছায় ফেরত দেয়া শুরু হয়। পাথরের মালিকরা নিজ খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। সেখান থেকে নৌকায় করে সাদাপাথর পর্যটন কেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে নিয়ে পাথর প্রতিস্থাপন করছেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে সিলেটজুড়ে চিরুণী অভিযান শুরু হবে। পাথর লুটকারীদের কোনো ছাড় দেয়া হবে না। যেখানে যার কাছে লুটকৃত পাথর পাওয়া যাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় ফেলে এসেছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জ থেকে ২০ ট্রাক ও সিলেট সদর থেকে ৮ ট্রাক পাথর সাদাপাথর এলাকায় পাঠানো হয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়