Apan Desh | আপন দেশ

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৫ অক্টোবর ২০২৪

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানালেন পুতিন

ছবি: সংগৃহীত

পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের এ মন্তব্যকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার, রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে পুতিন ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানান। 

পুতিন পশ্চিমাদের সতর্ক করে বলেন, মস্কোকে যুদ্ধে হারানো সম্ভব; এ ধারণা ভুল এবং যেকোনো শান্তিচুক্তি করতে হলে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ মস্কোর বলে স্বীকার করতে হবে। তবে সম্মেলনে উপস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র কিছু দেশ পুতিনের কাছে ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। 

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়