Apan Desh | আপন দেশ

‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৫ জুন ২০২৪

আপডেট: ১৭:২২, ২৫ জুন ২০২৪

‘লেগ পিস’ না থাকায় বিয়ে বাড়িতে মারামারি!

ছবি: সংগৃহীত

বিয়ে বাড়িতে খাবার খাওয়া নিয়ে প্রায়ই হট্টগোলের খবর পাওয়া যায়। এবার ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এমন আরেক ঘটনা। বিয়ে বাড়িতে বরযাত্রীদের যে বিরিয়ানি দেয়া হয়েছে, তাতে মুরগির লেগ পিস ছিল না। এ কারণে হট্টগোল শুরু করে বরপক্ষ। আর তাতে চেয়ার ছুঁড়াছুড়ি থেকে শুরু করে মারামারি পর্যন্ত লেগে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, বিরিয়ানিতে লেগ পিস না দেখে রেগে যায় বরপক্ষ। তারা হইচই শুরু করে।

এরপর এ হট্টগোল রুপ নেয় মারামারিতে। এক পক্ষের লোক আরেক পক্ষের দিকে চেয়ার ছুঁড়তে থাকেন। 

এমনকি এ মারামারিতে যুক্ত হয় বরও। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি।

এদিকে সামান্য ‘লেগ পিসে’র জন্য এত অশান্তি হচ্ছে দেখে বেঁকে বসেন বর। ঝামেলা না থামলে বিয়ে করবেন না বলে জানান তিনি। বরের কথা শুনে তখনই পরিবেশ শান্ত হয়ে যায়। অতিথিরা সকলে ভালোভাবে খাওয়া-দাওয়া করেন। অন্যদিকে, কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা