শাহরুখ খান
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিরক্ত হতে দেখা গেছে শাহরুখ খানকে। ওই সময় এক পুরস্কার বিজয়ীর আচরণে ক্ষুব্ধ হয়ে ফোন কেড়ে নেন তিনি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে এক বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন শাহরুখ। ঠিক সে মুহূর্তে পুরস্কার গ্রহণ না করে ওই ব্যক্তি সেলফি তোলার চেষ্টা করেন। যার কারণে তাৎক্ষণিকভাবে তার হাত থেকে ফোনটি সরিয়ে নেন তিনি।
আরও পড়ুন <<>> ফারিণের পোস্টে ভক্তদের কৌতূহল
শাহরুখের এমন আচরণে অনেকেই অবাক হচ্ছেন। তবে ভালো করে দেখলে বোঝা যায়, তার উদ্দেশ্য ছিল শৃঙ্খলা বজায় রাখা। ফোনটি নেয়ার পর তিনি শান্তভাবেই ভক্তদের পেশাদার ফটোগ্রাফারের দিকে তাকাতে বলেন এবং হাসিমুখে তাদের সঙ্গে অফিশিয়াল ছবি তোলেন।
নেটিজেনদের মতে, মঞ্চে পুরস্কার গ্রহণের সময় সেলফি তোলা অপেশাদার আচরণ। সে জায়গা থেকে শাহরুখের কঠোর অবস্থানকে স্বাভাবিক বলেই দেখছেন অনেকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































