পাকিস্তানের অভিনেত্রী দুরেফিশান সেলিম
এ মুহুর্তে তরুণদের ‘ক্রাশ’ পাকিস্তানের অভিনেত্রী দুরেফিশান সেলিম। ছোট পর্দায় খুব কম সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। অভিনয় দক্ষতা, রূপ ও গ্ল্যামারে কোটি ভক্তের মন জয় করেছেন এ তারকা।
তিনি প্রথমে ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন এবং পরে নিজের দক্ষতার মাধ্যমে বড় পর্দায়ও জায়গা করে নেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন, বিলাল আব্বাস খানের সঙ্গে প্রেম করছেন দুরেফিশান।

উঠে বিয়ে গুঞ্জনও। একজন ইউটিউবার দাবি করেন যে দুরেফিশান ও বিলাল আব্বাস গোপনে বিয়ে করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাদের সম্পর্ক গোপন রাখছেন। 'ইশক মুর্শিদ'-এ তাদের জুটি এবং প্রচারণার সময়কার তাদের একসঙ্গে উপস্থিতিই এ গুজবের প্রধান কারণ ছিল।
আরও পড়ুন<<>>শুভ জন্মদিন ‘বলিউড বাদশাহ’
সে গুঞ্জনের আবহেই অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, দুরেফিশান সেলিম জানিয়েছেন যে তিনি কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না।
প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? সাক্ষাৎকারে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, আমি কখনো কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াব না। প্রেম না করে সরাসরি বিয়ে করব।’
দুরেফিশান সেলিম সর্বশেষ ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা ছিল তার সঙ্গে উক্ত অভিনেতাদের প্রথম কাজ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































