সংগৃহীত ছবি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যু আজও এক বড় রহস্য। এ বহু আলোচিত হত্যা মামলায় এবার এলো নতুন মোড়। মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রমনা থানা পুলিশ ইতিমধ্যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। মামলার আসামিরা যেন কোনোভাবেই দেশ ছেড়ে যেতে না পারে, সে জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত আবার শুরু হয়েছে। তদন্তটি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সেজন্য সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। সে সময় তার সাবেক স্ত্রী সামিরা হক একে আত্মহত্যা বলে দাবি করেছিলেন। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
গত ২০ অক্টোবর মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য ১০ আসামিরা হলেন: প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































