
জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও টেলিফিল্ম। কাজ করেছেন সিনেমাতেও। নাটকের পাশাপাশি তাকে দেখা ওটিটি পস্ন্যাটফমেও। ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
বর্তমানে কাজের তেমন কোনো ব্যস্ততা নেই সাবিলার। তবে বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানে তিনি নিয়মিতই কাজ করে চলেছেন। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এ আয়োজনে।
আরও পড়ুন<<>>‘মসজিদে বিয়ে শবনম ফারিয়ার ভণ্ডামি’
পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের। যেমন— ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এ ধরনের সুগন্ধি আমার ভীষণ ভালো লাগে। তিনি বলেন, আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে।
পারফিউম উপহার হিসেবে পেতেও ভালোবাসেন অভিনেত্রী। তিনি বলেন, আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা কিংবা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দিয়ে থাকেন।
সাবিলা নূর বলেন, পারফিউম কেবল সুগন্ধি নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে, তার পার্সোনালিটি এবং সে সঙ্গে যে পারফিউমটা রিসিভ করছে, তার পার্সোনালিটির একটি রিফ্লেকশনও পাওয়া যায় বলে জানান অভিনেত্রী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।