Apan Desh | আপন দেশ

‘মসজিদে বিয়ে শবনম ফারিয়ার ভণ্ডামি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১২ অক্টোবর ২০২৫

‘মসজিদে বিয়ে শবনম ফারিয়ার ভণ্ডামি’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পাঁচ বছর পর গত মাসে বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা তানজিম তৈয়বের সঙ্গে রাজধানীর অদূরে একটি মসজিদে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর প্রথম সফরে শ্রীলঙ্কা ও মালদ্বীপে মধুচন্দ্রিমায় গেছেন নব দম্পতি।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। 

সে পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা ছবি নিয়ে। একটি ছবিতে তাকে হাফ প্যান্ট পড়ে পোজ দিতে দেখা গেছে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে নিয়ে সমালোচনা ঝড় শুরু হয়। 

সমালোচনাকারীরা বলছেন, শবনম ফারিয়া মসজিদে বিয়ে করে নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন। কিন্তু বিয়ের পর হানিমুনে গিয়ে হাফপ্যান্ট পরা ছবি জনসম্মুখে প্রকাশ করে কি বোঝাতে চাচ্ছেন তিনি। 

কেউ বলছেন, ‘মসজিদে বিয়ে করা ছিল শবনম ফারিয়ার ভণ্ডামি’। হাফপ্যান্ট পরা ছবিই তার আসল রূপ। কেউ কেউ বলছেন, শবনম ফারিয়াকে তোমারে শাড়িতে মানায়, মুসলিম নারী হয়ে তার হাফপ্যান্ট পরা ঠিক হয়নি। অভিনেত্রীর এমন ছবি দেখে ভক্তদের অনেকেই আঘাত পেয়ে তাকে বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ তাকে ‘ভিউ ব্যবসায়ী’ বলে কটাক্ষ করেছেন। 

দীপ্ত ফয়সাল ভুইয়া বলেছেন, বুঝলাম না, ফারিয়া বিয়ে করল মসজিদে, হাফপ্যান্ট পরল শ্রীলঙ্কায়? তুমি আমার পছন্দেরই একজন, এভাবে আঘাত কেন দিলে? নাজিম উদ্দিন মারুফ লিখেছেন, বিয়ে করছে মসজিদে, তার এই অবস্থা!

খলিলুর রহমান নামে একজন লিখেছেন, বিদেশে গেলেই কাপড়ের অভাব হয়। নুর বাসেদ লিখেছেন, খেজুর দিয়ে বিয়ে পড়ানোর নমুনা!

ফাহিম মিয়া বলেন, এটাই ফারিয়ার আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। জারা তাবাসসুম লিখেছেন, এটাই হলো আন্টির আসল চরিত্র। 

আরও পড়ুন<<>>জেল জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন পরীমণি

হোসাইন রাজু লিখেছেন, মসজিদে বিয়ে করে নাটক করা শেষ। এখন অরিজিন রূপ দেখাচ্ছে। সাইদুর রহমান বলেন, মসজিদে বিয়ে করে হাফপ্যান্ট পরে হানিমুনে উত্তাপ ছড়াচ্ছে শবনম ফারিয়া!

আবুল বাশার পলাশ লিখেছেন, খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে এখন এই সমস্ত ড্রেস মানে রীতিমতো শয়তানি আর কি! আল মাহমুদ লিখেছেন, খেজুর দিয়ে বিয়ে করে হাফপ্যান্ট পড়ে দেশ ভ্রমণ! শয়তানও এদের শয়তানির কাছে হার মানবে। রাজু চৌধুরী লেখেন, ‌তোকে নিয়ে গর্ব করতাম, আজ থেকে বয়কট।

জান্নাতুল নাঈম লিখেছেন, মতলবের নারী মসজিদে বিয়ে করে ধর্মকে অপব্যবহার করেন, এখন হাফপ্যান্ট পরে ছবি দেন। 

রানা আমিন বলেন, মসজিদে খেজুর বিলিয়ে বিয়ে, বিদেশে হানিমুনে গিয়ে হাফপ্যান্ট বাহ!

প্রসঙ্গত, শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি। 

এরপর  গত ১৯ সেপ্টেম্বর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়