
ফাইল ছবি
ঢাকাই সিনেমার কিং খ্যাত শাকিব খান দুই বাংলার চলচ্চিত্রে সমান জনপ্রিয়। কাজের চাপে দেশে বিদেশে আসা যাওয়ার মধ্যেই থাকতে হয় তাকে। যেন দম ফেলার ফুসরত নেই। কিন্তু যতই চাপ থাকুক না কেন সন্তানদের কথা কখনও ভুলে যান না তিনি। তাইতো রাত ১২ টা বাজতেই বড় ছেলে আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যাননি শাকিব।
২৭ সেপ্টেম্বর (শনিবার) দশ বছরে পা রাখল শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র জয়। ছেলের জন্মদিন উপলক্ষে দুজনই আলাদাভাবে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।
শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, দেশের বাইরে একটি পার্কে শাকিব তার ছেলের সঙ্গে খেলা করছেন; যেখানে ফুটে ওঠে বাবা ছেলের কিছু আনন্দঘন মুহূর্ত।
আরও পড়ুন<<>>‘রোজাকে বিয়ের পর তাহসানকে অভিনন্দন জানিয়েছি’
জন্মদিনের ভিডিও আপলোড করে ক্যাপশনে শাকিব লিখেছেন, শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।
এমন ভক্তরা আবেগ, ভালোবাসা প্রকাশ করেন; জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের আইডি থেকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—স বকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।
শোনা যায়, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৬ সালে জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ পায়। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।