Apan Desh | আপন দেশ

জুবিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন স্ত্রী গরিমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

জুবিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিলেন স্ত্রী গরিমা

স্ত্রী গরিমা গর্গের সঙ্গে জুবিন গর্গ

রোববার (২১ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা থাকলেও শুক্রবার (১৯ সেপ্টেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ। তার আকস্মিক প্রয়াণে যেমন শোকস্তব্ধ অনুরাগীরা তেমনই স্বামীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী পেশায় ফ্যাশন ডিজাইনার গরিমা গর্গ। স্বামীর মৃত্যুর আসল কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি। 

জুবিনের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়ায় গরিমা বলেন, রোববারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের। কিন্তু তা আর হল না। ওকে হারালাম।

জুবিনের স্ত্রী আরও বলেন, স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি। ওই সময় জুবিনের সঙ্গে আরও দুজন ছিল। সিদ্ধার্থ ও শেখর। ওরা তিনজন একসঙ্গে স্কুবা করছিল। ওরা প্রথমে দ্বীপে ফিরে আসে। কিন্তু জুবিন আবার সমুদ্রের জলে সাঁতার কাটতে যায়। সমুদ্রের জলেই হঠাৎ অচেতন অবস্থায় পাওয়া যায় জুবিনকে।

আরও পড়ুন<<>>দ্বিতীয় বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

গরিমার কথায়, বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন জুবিন। সেই সময়ও মৃগীর সমস্যা দেখা দিয়েছিল। বন্ধুরা ওকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না।

উল্লেখ্য, মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তার প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। দুই দশকের বেশি সময় বি-টাউনে গান গেয়েছেন এই শিল্পী। বলিউডে জুবিনের গাওয়া শেষ গান ‘কৃষ ৩’ সিনেমার ‘দিল তু হি বতা’। এরপর আর তাকে কোনও বলিউড গান গাইতে শোনা যায়নি।

তার জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে, ‘ইয়া আলী’, ‘তুমহারে সিওয়া’, ‘ইয়া আলি জুলফ কে ফাঁদে’। জনপ্রিয় অসমিয়ার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘পাখি পাখি মন’, ‘ও বিদেশি বন্ধু’, ‘মায়া’, ‘রঙ’, ‘মোব মাটি’ ও ‘লুইতর পাড়ে’ ইত্যাদি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়