Apan Desh | আপন দেশ

অভিনেত্রীকে ১০২ কোটি জরিমানা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রীকে ১০২ কোটি জরিমানা!

কন্নড় অভিনেত্রী রান্যা রাও

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। দেশটির ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) তাকে এ জরিমানা করে। র‌ান্যার বিরুদ্ধে চলমান মামলায় এ জরিমানার নির্দেশ দেয়া হয়।

এর আগে গত মার্চে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে রান্যাকে গ্রেফতার করা হয়। দুবাই থেকে ফেরার পথে তার কাছ থেকে ১২ কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণেল বার উদ্ধার করে কর্তৃপক্ষ। পরে তার বাড়িতে তল্লাশিতে চালিয়ে আরও ২ কোটি টাকার স্বর্ণের গহনা এবং ২ কোটি টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রায় দুই মাস জেলে থাকার পর মে মাসে জামিনে মুক্তি পান রান্যা। তবে মামলাটি এখনও চলমান। তদন্ত ও শুনানির পর সম্প্রতি কন্নড় অভিনেত্রীর বিরুদ্ধে ১০২ কোটি টাকার বিশাল অঙ্কের জরিমানা ধার্য করে ডিআরআই।

আরওপড়ুন<<>>‘সবাই যখন বলেছে পারবে না, বলেছি দেখে নিও’

শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে তাকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, এমনকি এ অভিনেত্রীর সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।

রান্যা রাও ছাড়াও এ পাচার চক্রে জড়িত আরও তিনজনকেও বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। তরুণ কোন্দুর রাজুকে ৬২ কোটি টাকা, সাহিল জৈন ও ভারত জৈনকে ৫৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাক্রমে ৬৭ দশমিক ৬ কেজি এবং ৬৩ দশমিক ৬১ কেজি সোনা পাচারের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে চারজনের কাছ থেকে মোট ২৭০ কোটি টাকার জরিমানা আদায়ের প্রক্রিয়া শুরু করেছে ডিআরআই।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়